ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের খাইয়ারা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক প্রচার কার্যক্রম উপলক্ষে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। খাইয়ারা বহুমুখী উচ্চ বিদ্যালয় অডিটেরিয়াম বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে জেলা তথ্য অফিসের এ প্রদর্শনীর আয়োজন করে।
উন্নত রাষ্ট্র ও জাতি গঠন,বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি), ভিশন : ২০২১ ও ২০৪১ এর লক্ষ্য ও অর্জনসমূহ, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ চলচ্চিত্র প্রদর্শিত হয়।
জেলা তথ্য অফিসার বেলায়েত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী। বক্তব্য রাখেন খাইয়ারা বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আবুল কালাম মুছা, খাইয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম সাহাব উদ্দিন।