ফেনীকে শতভাগ বিদ্যুতায়িত জেলা হিসেবে ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ র্যালি করেছে জেলার জনপ্রতিনিধিরাসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা। আজ বুধবার (১২ ফেব্রæয়ারি) দুপুরে ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামানের নেতৃত্বে র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হতে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী, পিডিবি সদস্য মোঃ জাকির হোসেন, আরইবির প্রকল্প পরিচালক দেবাশিষ চক্রবর্তী, পিডিবি’র বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী সহিদুল ইসলাম, ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বিকম, সোনাগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, দাগনভ‚ঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন, পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল আলিম মজুমদার, ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ফেনী পৌর মেয়র হাজী আলাউদ্দিন, সোনাগাজী পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম, পরশুরাম পৌর মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেলসহ বিভিন্ন পর্যাযের সরকারি ও বেসরকারি কর্মকর্তারা র্যালীতে অংশ নেন।
ফেনী পল্লী বিদ্যুতায়ন বোর্ডের জেনারেল ম্যানেজার (চলতি দায়িত্ব) আখতার হোসেন জানান, আজ ফেনীবাসীর জন্য অত্যন্ত আনন্দের একটি দিন ‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ বাস্তবায়নে সারা বাংলাদেশে শতভাগ বিদ্যুতায়িত জেলার মধ্যে প্রথম কাতারে রয়েছে ফেনী।