১২ জানুয়ারি ২০২০ ।। শহর প্রতিনিধি ।।


শুদ্ধ স্বরে জাতীয় সংগীত পরিবেশনের নির্দেশনা দিয়েছেন ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান। আজ রবিবার (১২ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভায় সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন তিনি।


সভায় তিনি ফেনীর প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে নিয়মনীতি মেনে জাতীয় পতাকা উত্তোলন এবং শুদ্ধ স্বরে জাতীয় সংগীত পরিবেশন করা হচ্ছে কিনা তা তদারকি করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

 

এছাড়া শহরের সৌন্দর্য বৃদ্ধির বিষয়ে আলোকপাত করেন জেলা প্রশাসক। এসময় তিনি জাতীয় নেতৃবৃন্দ ছাড়া শহরের সড়কগুলোতে অন্য বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন নির্দিষ্ট সময়ের পর সরিয়ে ফেলতে পৌরসভাকে নির্দেশনা দেন জেলা প্রশাসক।


সভায় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ নিয়াতুজ্জামান, পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পাল, বিজিবি-৪ ফেনী’র অধিনায়ক লেঃ কর্ণেল কামরুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল মজুমদার, ছাগলনাইয়া উপজেলা পরিষদ মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, জেলা শিক্ষা কর্মকর্তা কাজী সলিম উল্লাহসহ বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও কমিটির সদস্যরা।