৬ জানুয়ারী ২০২০ ।।শহর প্রতিনিধি।। 


মাদকবিরোধী প্রচারণার অংশ হিসেবে শহরের কলেজ রোড এলাকায় গণপরিবহনে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়েছে। আজ সোমবার (৬ জানুয়ারী) দুপুর ৩টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর উদ্যোগে এ স্টিকার লাগানো হয়। জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামানসহ প্রশাসনের কর্মকর্তারা এতে অংশ নিয়ে বিভিন্ন গণপরিবহনে স্টিকার লাগান।


এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ নিয়াতুজ্জামান, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পাল, অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান প্রমুখ।


কর্মসূচি সম্পর্কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ফেনীর সহকারি পরিচালক আবু আবদুল্লাহ জাহিদ বলেন, মাদকের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করতে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ স্টিকার লাগানো হচ্ছে।


এর আগে সকাল ১১টায় মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের সচেতন করে তুলতে ফেনী সরকারি কলেজ অডিটরিয়ামে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান। কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ নিয়াতুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ফেনীর সহকারি পরিচালক আবু আবদুল্লাহ জাহিদ।


সভায় মাদকের ভয়াবহতা তুলে ধরে শিক্ষার্থীদের মাদকের বিরুদ্ধে সচেতন হবার আহ্বান জানান বক্তারা।