৯ ডিসেম্বর ২০১৯ ।। শহর প্রতিনিধি ।।


দুর্নীতি প্রতিরোধের আন্দোলনকে সর্বজনীন করার লক্ষ্যে ফেনীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় দুর্নীতি দমন কমিশন ও জেলা প্রশাসনের আয়োজনে শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলন করে দিবসটির অনুষ্ঠান উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান। এরপর ট্রাংক রোডে দুর্নীতিবিরোধী মানববন্ধন করা হয়।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


‘আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ’ এ প্রতিপাদ্যে মানববন্ধনে অংশ নেন সিভিল সার্জন ডাঃ নিয়াতুজ্জামান, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আতোয়ার রহমান, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ফেনীর সহকারি পরিচালক আবদুল্লাহ আবু জাহিদ, জেলা শিক্ষা অফিসার মোঃ ছলিম উল্লাহ, জেলা তথ্য অফিসার বেলায়েত হোসেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা সহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

একই দিন জেলার বিভিন্ন উপজেলায় বিভিন্ন কর্মসূচী পালনের মাধ্যমে দিবসটি পালিত হয়।