করোনা মহামারীতে ফেনীতে কর্মহীন পরিবহন শ্রমিক, হোটেল কর্মচারীসহ ৬ শতাধিক শ্রমজীবীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সোমবার (১২ জুলাই) সকাল ১১টার দিকে শহরের মিজান ময়দানে উপকারভোগীদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।
জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা মোঃ রুহুল আমিন জানান, খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, লবন, সাবান।
রবিউল হক নামে একজন হোটেল শ্রমিক বলেন, এই সহযোগিতার মাধ্যমে কিছুদিনের খাবার জোগাড় হলো।
বিতরণকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম জাকারিয়া, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, আন্তঃজেলা পরিবহন মালিক সমিতির সভাপতি জাফর উদ্দিনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, পরিবহন মালিক, শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।