সরকার ঘোষিত বিধিনিষেধের নির্দেশনা অমান্য করায় ফেনীতে প্রথম ৭ দিনে ২ হাজার ২৮১ জনকে ৬ লাখ ১৯ হাজার ৮১০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ফেনী জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্র এ তথ্য নিশ্চিত করে।
ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ২০টি ভ্রাম্যমান আদালত জেলা জুড়ে প্রতিদিন অভিযান অব্যাহত রয়েছে।
মিডিয়া সেল সূত্র জানায়, গতকাল বুধবার (৭ জুলাই) জেলা জুড়ে বিধিনিষেধ অমান্য এবং স্বাস্থ্যবিধি না মানায় ৩৪৬ জনকে ১ লাখ ৩ হাজার ২০ টাকা জরিমানা করা হয়েছে।
একই সূত্র জানায়, বিধিনিষেধ আরোপের প্রথম দিনে ফেনীতে ৯৯ জনকে ৪৫ হাজার ৫৫০ টাকা, দ্বিতীয় দিনে ৩২৩ জনকে ৮৭ হাজার ২০ টাকা, তৃতীয় দিনে ফেনীতে ৪১৬ জনকে ৯৫ হাজার ৫০ টাকা, চতুর্থ দিনে ফেনীতে ৩৫১ জনকে ১ লাখ ৪৮০ টাকা, পঞ্চম দিনে ৩৯৯ জনকে ৯৩ হাজার ৮৫০ টাকা এবং ষষ্ঠ দিনে ৩৪২ জনের ৮২ হাজার ৭৬০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।