সরকার নির্দেশিত কঠোর বিধিনিষেধের চতুর্থ দিনে ফেনীতে ৩৫১ জনকে ১ লাখ ৪শ ৮০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্র জানায়, আজ রবিবার (৪ জুলাই) দিনভর জেলা শহর ও উপজেলার বিভিন্ন স্থানে পৃথকভাবে ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা এসব জরিমানা করেন।
উল্লেখ্য, ১ জুলাই হতে কঠোর বিধিনিষেধের চার দিনে ফেনীতে মোট ১১৯৪ জনকে ৩ লাখ ৪০ হাজার ১৮০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।