সরকার নির্দেশিত কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনে তৎপর রয়েছে ফেনী জেলা প্রশাসন। আজ শুক্রবার (২ জুলাই) বেলা ১১টার দিকে শহরের মহিপাল এলাকায় পরিদর্শন করেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আলী আজগর। এরপর তিনি দাগনভূঞা পরিদর্শনে যান।
এর আগে সকালে দৈনিক ফেনীকে জেলা প্রশাসক জানান, আজ ফেনী সদরে ১০জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ১০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন। দুই ভাগে বিভক্ত হয়ে সকালে এবং বিকালে আদালতগুলো পরিচালিত হবে। ইতোমধ্যে সকালে ৫টি ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হয়েছে। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ ও সহকারি কমিশনাররা (ভূমি) আরও ১০টি ভ্রাম্যমান আদালত দায়িত্বরত উপজেলায় পরিচালনা করছেন।
শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার দাস। তিনি জানান, স্বাস্থ্যবিধি অমান্য করায় ২৫টি মামলা হয়েছে। এতে ৩২ ব্যক্তিকে ৫ হাজার ৬শ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে আনসার বাহিনীর সদস্যরা অংশ নেন। এসময় জনসাধারণকে বিনা প্রয়োজনে ঘর বের হতে সচেতন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এর আগে গতকাল বৃহস্পতিবার (১ জুলাই) ফেনীতে স্বাস্থ্যবিধি ও কঠোর নিষেধাজ্ঞা অমান্য করায় ৯৯ জনকে ৪৫ হাজার ৫শ ৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসন সূত্র জানায়, গতকাল দিনভর জেলা শহর ও উপজেলার বিভিন্ন স্থানে পৃথকভাবে অভিযান পরিচালনা করেন ১৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।