২ ডিসেম্বর ২০১৯ ।। নিজস্ব প্রতিবেদক ।।
ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান বলেছেন, ‘ সরকার অভিবাসীদের সর্বাধিক গুরুত্ব দেয়। আজ সোমবার (২ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আগামী ১৮ ডিসেম্বর ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ পালন উপলক্ষ্যে আয়োজিত প্রস্তুতি সভায় এ কথা বলেন তিনি।
জেলা প্রশাসক বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে অভিবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিবাসীদের কল্যাণে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার।
সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমনী আক্তার, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ছলিম উল্লাহ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নুরুল আবছার, প্রিমিয়ার ব্যাংকের ফেনী শাখার ব্যবস্থাপক শাহাদাত হোসেন, যমুনা ব্যাংকের ফেনী শাখার ব্যবস্থাপক রায়হান কায়সারসহ একাধিক ব্যাংক কর্মকর্তা।
আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন উপলক্ষ্যে সকাল ৯ সাড়ে টায় র্যালী ও ১০ টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচীর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।