করোনাভাইরাস সংক্রমণের বিস্তার রোধে জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতনতামূলক প্রচারণা চালিয়ে যাচ্ছে জেলা তথ্য অফিস। আজ বুধবার (৩০ জুন) জেলা তথ্য কর্মকর্তা রেজাউল রাব্বী মনির নিজেই মাইক হাতে শহরের বিভিন্ন স্থানে প্রচারণা করেছেন এবং প্রচারণা কার্যক্রম তদারকি করেছেন। পাশাপাশি মাস্কও বিতরণ করা হয়েছে। এসময় ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাজিম উদ্দিন উপস্থিত ছিলেন।
জেলা তথ্য কর্মকর্তা জানান, শহর-শহরতলী, গ্রাম-গঞ্জ, পাড়া-মহল্লায় জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার বার্তা প্রচার করে যাচ্ছে জেলা তথ্য অফিস ফেনী। করোনা ভাইরাস সংক্রমণ বিস্তার রোধে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে প্রতিনিয়ত জেলা তথ্য অফিসের প্রচার টিম কাজ করছে। সড়ক প্রচারের পাশাপাশি সচেতনামুলক লিফলেট বিতরণ, বিভিন্ন দপ্তর, জনসমাগম স্থানে ফেস্টুন, বিল বোর্ড স্থাপন করা হয়েছে। এছাড়াও কমিউনিটি সভা, উঠান বৈঠকের মাধ্যমে জনগণকে সচেতন করার কাজ করে যাচ্ছে তথ্য অফিস ।