ফেনীতে করোনা প্রাদুর্ভাবে সংকটে পড়া ও বিভিন্ন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে খাদ্য ও আর্থিক সহায়তা করেছে প্রশাসন। আজ বৃহস্পতিবার (৬ মে) দুপুরে নিজ কার্যালয়ে অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান।
বিতরণকালে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. রুহুল আমিনসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত অর্থে করোনাকালে সংকটে পড়া ৯০ জন অসহায় ব্যক্তিকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। এছাড়া ফেনী শহরের সহদেবপুরে বজ্রপাতে নিহত কিশোর সঞ্জিব দাসের পরিবারকে ২০ হাজার টাকা ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৮ ব্যক্তির প্রত্যেককে ৫ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।
মো. রুহুল আমিন জানান, খাদ্য সহায়তার জন্য অনেকে আবেদন করেছেন। তাদের মাঝে যাচাই করে সহায়তা দেয়া হয়েছে।