ফেনীতে সরকারের ৫ উন্নয়ন প্রকল্পে অধিগ্রহণকৃত ২৩ জন ভূমির মালিককে ৮ কোটি ৭৭ লাখ টাকার ক্ষতিপূরণ দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় নিজ সম্মেলন কক্ষে ভূমি মালিকদের হাতে চেক তুলে দিয়েছেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান।
জেলা প্রশাসক বলেন, স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে তথ্য যাছাই করে অধিগ্রহণকৃত ভূমির প্রকৃত মালিক চিহ্নিত করা হয়েছে। প্রত্যেক মালিককে স্থানীয় মৌজা দরের চেয়ে সরকার ৩ গুণ বাড়তি দাম দিয়েছে।
জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ও সিনিয়র সহকারি কমিশনার রুবাইয়া আফরোজ দৈনিক ফেনীকে জানান, ৫টি প্রকল্পে মোট ২৩ জনকে ক্ষতিপূরণ চেক দেয়া হয়েছে। তন্মধ্যে ২জন পরে এসে চেকগ্রহণ নিয়ে যাবেন বলে জানান তিনি।
রবাইয়া আফরোজ জানান, বাখরাবাদ গ্যাস সঞ্চালন পাইপ লাইন প্রকল্পে ১১ জন, সোলার বিদ্যুৎ কেন্দ্রে ১ জন, পাওয়ার গ্রিড দাগনভূঞা ৩ জন, পিবিআই কার্যালয় মহিপালে ৫ জন, বক্তারমুন্সি এলাকায় এপ্রোচ সড়ক প্রকল্পে ১ জনসহ মোট ২৩ জন ভূমি মালিক ক্ষতিপূরণ পেয়েছে।
ক্ষতিপূরণ পেয়ে দেলোয়ার হোসেন নামে এক ভূমি মালিক প্রতিবেদককে জানান, পূর্ব বিজয় সিং এলাকায় গ্যাস সঞ্চালন পাইপ লাইন প্রকল্পে আমার ৩ শতাংশ জায়গা অধিগ্রহণ করা হয়েছে। তবে ক্ষতিপূরণ পেয়েছি বলে তেমন কষ্ট হচ্ছে না।
ক্ষতিপূরণ বাবদ তিনি ২৮ লাখ ২১ হাজার ৮২২ টাকা পেয়েছেন বলে জানান।