২৬ নভেম্বর ।। শহর প্রতিনিধি।।
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৯ প্রদান উপলক্ষ্যে ফেনী জেলা বাছাই কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান।
সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক পিকেএম এনামুল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম জাকারিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নূরুল ইসলাম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শাহ আলম, জেলা ক্রীড়া কর্মকর্তা হারুন অর রশীদ, পিটিআইয়ের সহকারী সুপার রওশন আক্তার জাহান, জেলা স্কাউট অফিসার গোলাম হায়দার মজুমদার, সিভিল সার্জন কার্যালয়ের ডাঃ আজিজুর রহমান মজুমদার, সাবেক দাগনভূঞা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শরিয়ত উল্যাহ বাঙ্গালী।