ফেনীতে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে নিজ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান।
সভায় জেলা প্রশাসক অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। এসময় তিনি বলেন, যেকোন ডায়াগনস্টিক সেন্টার অথবা কোচিং সেন্টার, কিন্ডারগার্ডেনের করতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন লাগে। কিন্তু অনুমোদন ছাড়াই অনেকে প্রতিষ্ঠান গড়ে তুলে। এসবের জন্য আমাদের সমস্যার সম্মুখীন হতে হয়।
করোনাকালে শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষকদের করণীয় বিষয় সম্পর্কে মোঃ ওয়াহিদুজজামান বলেন, এখন স্কুলগুলো খোলা রাখতে বলা হয়েছে। শিক্ষার্থীরা না এলেও শিক্ষকদের নিয়মিত অফিস কার্যক্রম পরিচালনা করতে হবে। তিনি বলেন, স্কুলে এসে শিক্ষকরা নিজেরা ইন হাউস ট্রেনিংসহ স্কুল আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন ও স্বাস্থ্যবিধি সম্পর্কে মানুষকে বার্তা দিতে পারেন। করোনাকালেও শিক্ষকদের সকল সুবিধা দিচ্ছে সরকার।
এসময় শিক্ষার্থীদের করণীয় প্রসঙ্গে জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান বলেন, শ্রেণি কার্যক্রম বন্ধ থাকাকালীন শিক্ষার্থীরা যাতে বাড়িতে বসে কিছু কাজ করতে পারে সে বিষয়ে তাদের ধারণা দিতে হবে। তিনি বলেন, এসময়ে প্রতিদিন সে একটা এসাইনমেন্ট করবে, দুই পৃষ্ঠা হাতের লিখা, ড্রয়িং অথবা খেলাধুলা চর্চা, সাঁতার বা সাইকেল চালানো শিখতে পারে।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ সুমনী আক্তার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুর রহমান, ফেনী সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথসহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।