ফেনী পৌরসভাকে দুইটি অত্যাধুনিক যান্ত্রিক স্কেভেটর ও রোলার হস্তান্তর করেছেন ফেনী-২ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। প্যানেল মেয়র আশ্রাফুল আলম গিটার জানান, গাড়িগুলো যথাক্রমে বিশ্ব ব্যাংকের এমজিএসপি প্রকল্প এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় হতে ফেনী পৌরসভাকে বরাদ্দের ব্যবস্থা করেছেন সাংসদ।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১২টায় পৌর প্রাঙ্গনে এমপি নিজাম হাজারী আনুষ্ঠানিকভাবে মেয়র হাজি আলাউদ্দিনের কাছে প্রতীকী চাবি হস্তান্তর করেন। এসময় আরও উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বিকম, প্যানেল মেয়র-২ ও ফেনী পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজি, কাউন্সিলর বাহার উদ্দিন, খোকন হাজারী প্রমুখ।
আশ্রাফুল আলম গিটার জানান, স্ক্যাভেটরটি ড্রেন পরিস্কারে ব্যবহৃত হবে। ইতোপূর্বে পরিচ্ছন্নতাকর্মীরা হাতের সাহায্যে পৌর এলাকার ড্রেন পরিস্কার করত।
তিনি জানান, নতুন সংযোজনের মাধ্যমে ফেনী পৌরসভায় নিজস্ব নয়টি রোলার ও দুইটি স্ক্যাভেটর রয়েছে।