অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করায় ফেনীতে চিটাগাং বেকারী নামে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সোমবার (৫ অক্টোবর) দুপুর ২টার দিকে ফেনী সদরের তেমুহনীতে প্রতিষ্ঠানটিতে অভিযান চালায় অধিদপ্তরের ফেনীর সহকারি পরিচালক সোহেল চাকমা।
সোহেল চাকমা জানান, অভিযানে গিয়ে দেখা যায় বেকারীর পরিবেশ নোংরা ও অস্বাস্থ্যকর। এছাড়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক দ্রব্য ব্যবহার করে পাউরুটি, বিস্কুট এবং চানাচুর তৈরি করছে প্রতিষ্ঠানটি। তাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই প্রতিষ্ঠানের ১ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় প্রতিষ্ঠানের মালিককে পরিবেশ উন্নতকরণ ও নিয়মানুযায়ী খাদ্যদ্রব্য তৈরির নির্দেশ দেয়া হয়।
তিনি জানান, জনস্বার্থে নিয়মিত অভিযান চালিয়ে যাবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।