ফেনী জেলা পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য বর্তমান প্যানেল চেয়ারম্যান-১ ফয়েজুল কবিরকে জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করা হচ্ছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ সচিব এ কে এম মিজানুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্ব পালনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা বরাবর একটি চিঠি প্রেরণ করা হয়।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু দাউদ মোঃ গোলাম মোস্তফা জানান, চিঠিতে জেলা পরিষদে নতুন চেয়ারম্যান তার পদে যোগদান না করা পর্যন্ত জেলা পরিষদ আইন ২০০০ এর ১৩(২) ধারা অনুযায়ী গঠিত প্যানেল চেয়ারম্যান-১ কে অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের জন্য ব্যবস্থা নিতে বলা হয়। সেই মোতাবেক নতুন চেয়ারম্যান তার পদে যোগদানের আগ পর্যন্ত জেলা পরিষদের কর্মকান্ড পরিচালনার জন্য বর্তমান প্যানেল চেয়ারম্যান-১ ফয়েজুল কবিরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হচ্ছে।
ফয়েজুল জেলা পরিষদ নির্বাচনে ১৩নং ওয়ার্ড থেকে নির্বাচিত সদস্য। তিনি সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ছিলেন।