১৯ নভেম্বর, ২০১৯
।। নিজস্ব প্রতিবেদক।।
ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজমান বলেন, যারা লবণ নেই বলে গুজব রটাচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যে সব অসাধু ব্যববসায়ীরা অতি মুনাফার লোভে গুজব রটাবে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাজার মনিটরিং বিষয়ে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক।
এসময় লবণের ঘাটতি সংক্রান্ত সংবাদে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়ে জেলা প্রশাসক বলেন, ২০১৮-১৯ অর্থ বছরে লবণের লক্ষমাত্রা চেয়েও রেকর্ড পরিমাণ লবণ উৎপাদিত হয়েছে। ১৫ নভেম্বর পর্যন্ত লবণের মজুদ রয়েছে ৬.৫০ লক্ষ মেট্রিক টন।
তিনি বলেন, সেই হিসাব অনুযায়ী ফেনীসহ সারা দেশে লবণের কোন ঘাটতি থাকবেনা।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার খোন্দকার নূরুনবী, স্থানীয় সরকারের বিভাগের উপ-পরিচালক পিকেএম এনামুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা. সুমনী আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা, ফেনী বিসিকের সহকারী মহা ব্যবস্থাপক অরবিন্দ দাস, ফেনী পৌরসভার সচিব খাঁন মো. ফারাবী, ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র জুনিয়র সহ-সভাপতি আবুল কাশেম ও পরিচালক গোলাম ফারুক বাচ্চু, শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, মোল্লা সল্ট এর প্রতিনিধি আবুল হোসেন, লবণ ব্যবসায়ী হারুনুর উর রশিদ মোল্লা।
ফেনী জেলা পুলিশ সুপার খোন্দকার নূরুনবী বলেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী ফেনীতে লবণের কোন সংকট নেই। আপনারা এসব গুজবে কান দেবেন না। যারা এ সব গুজব রটাচ্ছে তাদেরকে ধরতে পুলিশ মাঠে কাজ করছে।
সভায় জানানো হয়, অসাধু ব্যবসায়ীরা লবণের কৃত্রিম সংকট বলে বাজারে গুজব সৃষ্টি করেছে। এ সব গুজবে কান না দেওয়ার জন্য ফেনী শহর ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বাজারে মাইকিং করা হচ্ছে।