ফেনীতে মহিলা বিষয়ক অধিদপ্তর পরিচালিত ডে কেয়ার সেন্টারে ৮০জন শিশুর পরিবারের মাঝে সরকারের শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। আজ শনিবার (২৩ মে) দুপুরে শহরের শহীদ শহীদুল্লাহ্ কায়সার সড়কে পুরাতন পুলিশ কোয়ার্টারে ডে কেয়ার সেন্টারে খাদ্য বিতরণ করেন ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান।


এসময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরীন সুলতানা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আমির হোসেন বাহার, ডে কেয়ার কর্মকর্তা কর্মকর্তা সুলতানা রাজিয়া।


শিশুদের মাঝে সরকারের শিশুখাদ্য বিতরণ প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, করোনায় বিরাজমান পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী শিশুদের পুষ্টিকর খাবার নিশ্চিতে সহায়তা প্রদান করেছেন। একটি জাতির সাফল্যময় ভবিষ্যত নিশ্চিতে সুস্থ সবল প্রজন্মের বিকল্প নেই। তাই সরকার আর্থিক সংকটাপন্ন পরিবারে খাদ্য সহায়তার পাশাপাশি শিশুদের জন্যও ব্যবস্থা রেখেছেন।


ডে কেয়ার সেন্টারের শিশুদের খাদ্য সরবরাহ প্রসঙ্গে জেলা প্রশাসক সদর ইউএনওর প্রশংসা করে বলেন, যেখানে অসহায় শিশু রয়েছে সেখানে শিশুখাদ্য পৌঁছে দিতে কাজ করছে উপজেলা প্রশাসন। ইতোমধ্যে শিশুকল্যাণ স্কুলসহ নিন্মআয়ের পরিবারের শিক্ষার্থীদের শিশুখাদ্য প্রদান করা হয়েছে।


সদর ইউএনও জানান, স্থানীয় জনপ্রতিনিধিদের তালিকা ছাড়াও বিভিন্ন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত অসহায় শিশু, ভাসমান, পিছিয়ে পড়া সম্প্রদায়ের শিশুদের খাদ্য সরবরাহ নিশ্চিত করা হচ্ছে।


সুলতানা রাজিয়া জানান, ডে কেয়ারে ৬ মাস হতে ৬ বছরের শিশু ভর্তি রয়েছে। ভর্তিকৃত শিশুদের বেশীরভাগ মায়েরা বাসাবাড়িতে কাজ করে। এছাড়াও নিম্নআয়ের পরিবারের সন্তান রয়েছে। কয়েকটি বাচ্চা রয়েছে যাদের বাবা মা চাকরী জনিত কারনে সন্তানদের ডে কেয়ারে রাখছেন।