১০ নভেম্বর,২০১৯
।। নিজস্ব প্রতিবেদক।।
ঘূর্ণিঝড় ‘বুলবুল’র আঘাতে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ও মানবিক সহায়তার প্রদানের লক্ষ্যে ফেনী জেলা প্রশাসকের অনুকূলে বরাদ্দ প্রদান করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
জেলা প্রশাসনের এনডিসি মোঃ মনিরুজ্জামান জানিয়েছেন, এ বরাদ্দের আওতায় ফেনীতে ক্ষতিগ্রস্তদের সহায়তায় নগদ ৫ লক্ষ টাকা ও ১শ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।
জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান জানান, জেলা পর্যায়ে কর্মকর্তাদের দিয়ে মনিটরিং টিম গঠন করে ত্রাণ বিতরণ সুনিশ্চিত করা হবে। এছাড়া ক্ষতিগ্রস্ত প্রত্যেকে যেন বিধিমোতাবেক দ্রুত মানবিক সহায়তা পায় এবং কেউ যেন সহায়তা থেকে বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখা হবে।
ছবি: ইন্টারনেট