ফেনীর বড় বাজারে মূল্য তালিকা না থাকায় ৪ ব্যবসায়ীর ৭ হাজার ১শ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ শনিবার (২৫ এপ্রিল) দুপুরে অধিদপ্তরের ফেনীর সহকারি পরিচালক সোহেল চাকমা এ জরিমানা করেন।


তিনি জানান, রমজানে বাজার স্থিতিশীল রাখতে আজ ফেনী বড় বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় মূল্যতালিকা হালনাগাদ না থাকায় আজমীর স্টোর ও বিসমিল্লাহ স্টোরের পরিচালকের প্রত্যেকের ৩ হাজার এবং মামনি স্টোরের ৫শ টাকা জরিমানা করা হয়। এছাড়া সবজি বাজারে অভিযান চালানো হয়। এসময় একই কারণে হৃদয় সবজি বিতানের ৬শ টাকা জরিমানা করা হয়েছে।


সোহেল চাকমা বলেন, রমজানের পুরো মাস জুড়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত অভিযান চালাবে। এসময় বাজার অস্থিতিশীল না করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।