৫ নভেম্বর,২০১৯
নিজস্ব প্রতিবেদকঃ
ফেনীতে যত্রতত্র পানি উত্তোলন বন্ধ করতে জনস্বাস্থ্য প্রকৌশলীকে নির্দেশ দিয়েছেন ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ফেনী পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে ইরিগেশন ম্যানেজমেন্ট ইমপ্রুভমেন্ট প্রজেক্ট ও মুহুরী ইরিগেশন প্রজেক্টের সভায় সভাপতির বক্তব্য তিনি এ নির্দেশ দেন।
জেলা প্রশাসক বলেন, ফেনী শহরে বিভিন্ন জায়গায় অবৈধভাবে পানি উত্তোলন করে বিক্রির অভিযোগ রয়েছে। এতে পানির স্তর নিচে নামছে। ফেনী শহরে অনকে বড় বড় বিল্ডিংয়ে বেআইনিভাবে পানি উত্তোলন করা হচ্ছে। যারা এসব কাজ করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও যত্রতত্র পানি উত্তোলন বন্ধ করতে হবে।
তিনি আরও বলেন, মাটির নিচের পানি আল্লাহর বড় নেয়ামত। এ নেয়ামতকে আমরা অপচয় করছি। প্রতিদিন হাজার হাজার লিটার পানি বিভিন্ন স্থানে অপচয় হচ্ছে। ঢাকায় পানি সংকট দেখা দিয়েছে। পানির অপচয় রোধে দ্রুত আমাদেরকে সচেতন হতে হবে।