ফেনী জেলা কারাগারে বন্দীদের মাঝে মাদক বিরোধী সচেতনতা বাড়াতে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আজ বুধবার (১৮ মার্চ) সকাল ১১টায় শহরতলীর রাণীর হাটে জেলা কারাগার প্রাঙ্গনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম জাকারিয়া।


সভায় মাদকদ্রব্যের বিভিন্ন ক্ষতিকর প্রভাব সম্পর্কে ও সচেতনতা বৃদ্ধিতে মুল আলোচনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত পরিচালক মোঃ মজিবুর রহমান পাটোয়ারী।


জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেল সুপার ও জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মোঃ মোতাছেম বিল্যাহ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ফেনীর সহকারি পরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ, জেল সুপার মোঃ শাহাদাত হোসেন ও স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ নাজমুল হাসান রাজু।


সভায় দুই শতাধিক কারাবন্দীকে মাদকদ্রব্য সেবন, বহন, পাচার ও ব্যবসার পথ পরিহার করে সুস্থ, সুন্দর জীবন গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।