নানা আয়োজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করেছে ফেনী পৌরসভা। আজ মঙ্গলবার (১৭ মার্চ) সকালে ফেনী পৌর চত্ত্বরে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।


অনুষ্ঠানের শুরুতে মুজিব জন্মশতবর্ষ উপলক্ষ্যে বৃক্ষরোপণ ও দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প এবং বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করা হয়। একই সাথে পৌর চত্ত্বরে গাছ লাগান অতিথিরা।


পৌর মেয়র হাজী আলাউদ্দিনের সভাপতিত্বে ও প্যানেল মেয়র আশরাফুল আলম গীটারের পরিচালনায় আলোচনা সভা ও বঙ্গবন্ধুর সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান, পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী, জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট আক্রামুজ্জামান।


এসময় ফেনী পৌর কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।