ফেনীতে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার (১০ মার্চ) ‘দুর্যোগ ঝুঁকিহ্রাসে পূর্ব প্রস্তুতি টেকইসই উন্নয়নে আনবে গতি’ এ প্রতিপাদ্যে দিবসটি উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের নেতৃত্বে শহরের একটি র্যালি শহরের ট্রাংক রোড হতে শুরু হয়ে সড়ক প্রদক্ষিণ করে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ সুমনী আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম জাকারিয়া, ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসনে আরা বেগম।
জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মোঃ রুহুল আমিনের সঞ্চালনায় এসময় জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সহকারী পরিচালক আলাউদ্দিন পাটোয়ারী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ফেনীর উপ-সহকারী পরিচালক মোঃ জসিম উদ্দিনসহ সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে দিবস ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্যোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন মহড়া প্রদর্শন করে।
এতে রেড ক্রিসেন্ট, রোভার স্কাউটরাসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিল।