ওষুধের সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) বাস্তবায়নের দাবিতে ফেনীতে কেমিস্টস সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৬ নভেম্বর) দুপুরে শহরের একটি কনভেনশন সেন্টারে বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস সমিতি ফেনী জেলা শাখা এই সমাবেশের আয়োজন করে।
কেমিস্টস্ সমাবেশ সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির পরিচালক ও বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি ফেনী জেলা শাখার সভাপতি নাসির উদ্দিন আহমদ মিলন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ওষুধের এমআরপি বাস্তবায়ন করতে হবে। এ বিষয়ে আপনাদের সহযোগিতা চাই। সমিতির নির্দেশনা না মানলে সংশ্লিষ্ট ফার্মেসীগুলোকে বয়কট করা হবে। বক্তব্যে তিনি লাজ ফার্মা, মিডক্স ফার্মা, ডায়াবেটিস হাসপাতাল ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনকে বয়কটের হুশিয়ারি উচ্চারণ করেন।
তিনি আরও বলেন, ওষুধ কোম্পানিগুলো যদি আমাদের কথা না শুনে, তবে তাদের সঙ্গে ব্যবসা করার প্রয়োজন নেই। কিছু দোকান নির্ধারিত মূল্যের চেয়ে কুমিল্লা থেকে কম দামে বা অনৈতিক উপায়ে ওষুধ এনে বিক্রি করছে, এটি বন্ধ করা জরুরি।
সমাবেশ পরিচালনা করেন জেলা শাখার সিনিয়র সহসভাপতি এমদাদ হোসেন বিপ্লব। বক্তব্য রাখেন সমিতির সাবেক সদস্য সালেহ আহমেদ, ছাগলনাইয়া শাখার সিনিয়র সহসভাপতি নাসির উদ্দীন ভূঁইয়া, দাগনভূঞা শাখার সাবেক সভাপতি দেলোয়ার হোসেন বাহার, বর্তমান সভাপতি বেলালয়েত হোসেন, ফুলগাজী শাখার সভাপতি বিপ্লব কান্তি দত্ত, সোনাগাজী শাখার সভাপতি নুর নবী এবং পরশুরাম শাখার কার্যনির্বাহী কমিটির সদস্য মেহেদী হাসান।
বক্তব্যে সালেহ আহমেদ বলেন, এমআরপি বাস্তবায়ন করতে হলে সমিতির বাইরে থাকা দোকানগুলোর সঙ্গেও আলোচনা জরুরি। তাদের ছাড়া কার্যকরভাবে এমআরপি বাস্তবায়ন সম্ভব নয়। তিনি জানান, দোকান ভাড়া ও কর্মচারী খরচসহ ব্যবসার ব্যয় বাড়ায় স্থানীয় ব্যবসায়ীরা চাপের মধ্যে আছে।
কেমিস্টস্ সমাবেশ জেলা ও উপজেলার ওষুধ ব্যবসায়ীরা অংশ নেন। সমাবেশ শেষে র্যাফেল ড্র বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
