ফেনীতে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন রোটার্যাক্ট এর ৮টি ক্লাবের সভাপতি-সেক্রেটারিসহ ক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্যদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে শহরের মডেল কলেজ মিলনায়তনে রোটার্যাক্ট ক্লাব অব ফেনী অপরূপা, রোটার্যাক্ট ক্লাব অব ফেনী সিটি, রোটার্যাক্ট ক্লাব অব ফেনী বিলোনিয়া, রোটার্যাক্ট ক্লাব অব ফেনী নিউ সান, রোটার্যাক্ট ক্লাব অব ফেনী নর্থ ও রোটার্যাক্ট ক্লাব অব চৌমুহনীর যৌথ আয়োজনে এ এসেম্বলি অনুষ্ঠিত হয়।
ক্লাব এসেম্বলিতে বিভিন্ন সেশনে স্পিকার হিসাবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম বিভাগীয় পিডিপির চীপ ইঞ্জিনিয়ার মতিউর রহমান,চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত কমিশনার (কাস্টমস এন্ড ভ্যাট) সামিনা চৌধুরী, সিইপিজেড সেক্রেটারি জিন্নাহ চৌধুরী, ফেনী সিটি গার্লস হাই স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল রোটারিয়ান ইঞ্জিঃ মামুনুর রশীদ, রোটারিয়ান পিপি এ কে এম সাইফুল ইসলাম মজুমদার সোহেল, পিপি ইঞ্জিনিয়ার জানে আলম ভূইয়া পারভেজ।
এসময় রোটারী ক্লাব অব ফেনী অপরূপার সভাপতি রোটারিয়ান আবুল কাসেম, রোটারী ক্লাব অব ফেনী সিটির সভাপতি রোটারিয়ান মোহাম্মদ ইলিয়াস, পিপি শরফুদ্দিন আহমেদ চৌধুরী রিপন, রোটারী ক্লাব অব চৌমুহনীর প্রেসিডেন্ট ইলেক্ট আবদুল্লাহ আল রুম্মান, রোটারী ক্লাব অব ফেনী পরশুরামের প্রেসিডেন্ট রোটারিয়ান ফরিদ উদ্দিন প্রেসিডেন্ট ইলেক্ট মোহাম্মদ শাহাদাত হোসেন ,পিডিআরআর রোটারিয়ান নাফিজুল আলম, রোটারী ক্লাব অব আদর্শ কুমিল্লা চার্টার প্রেসিডেন্ট মহিউদ্দিন তালুকদার, রোটারিয়ান আবু নাছির, রোটারিয়ান হাজি সেলিম, রোটারিয়ান মিজানুর রহমান, রোটারিয়ান শাহরিয়ার মজুমদার আরিফ, ডিস্ট্রিক্ট সেক্রেটারি ৩২৮১ এক্স রোটার্যাক্টর আবদুর রহমান জুয়েল, এডঃ ফখরুল ইসলাম, ইব্রাহীম হাসান, কাজী ফারুক, রোটার্যাক্ট ক্লাব অব নিউ সানের এডভাইজার এস আলম ভূইয়া অপু প্রমুখ উপস্থিত ছিলেন।
ক্লাব এসেম্বলিতে প্রোগ্রাম চেয়ারম্যান ছিলেন রোটার্যাক্টর তাহমিনা ফেরদৌস লাবনী ও কো-চেয়ারম্যান ছিলেন রোটার্যাক্টর মাঈন উদ্দিন পাটোয়ারী।