ফেনীতে নূন্যতম খরচে রোগী বহনে এম্বুলেন্স সেবা দিবে রোটারী ক্লাব ডিস্ট্রিক্ট ৩২৮২ এর পদ্মা জোন। এ লক্ষ্যে আজ রবিবার বিকাল ৫টায় ফেনী সার্কিট হাউস প্রাঙ্গণে ডিস্ট্রিক্ট গভর্ণর হতে এম্বুলেন্সের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান।
এসময় ডিস্ট্রিক্ট গভর্ণর এম আতাউর রহমান পীর হতে রোটারিয়ানদের পক্ষে চাবি বুঝে নেন এম্বুলেন্স সেবার উদ্যোক্তা ডিস্ট্রিক্ট গভর্ণর-৮ জালাল উদ্দিন বাবলু।
বাবলু জানান, গভর্ণরের নির্দেশনায় ফেনীতে রোগী বহনে নূন্যতম খরচে রোটারী ক্লাব ফেনী অঞ্চলের উদ্যোগে এম্বুলেন্স সেবা মিলবে। এটি হবে সম্পূর্ণ অলাভজনক একটি স্বাস্থ্য সেবা। তিনি বলেন, ফেনীর মানুষের স্বাস্থ্যসেবার লক্ষ্যে রোটারী ক্লাবের নিজস্ব উদ্যোগে একটি চ্যারিটি সংস্থা খোলার প্রয়াস রয়েছে।
তিনি বলেন, এম্বুলরেন্স ক্রয়ে দিলরুবা ফাউন্ডেশন নামে একটি সংস্থা আমাদের সাথে আর্থিকভাবে যুক্ত হয়েছে।
চাবি হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ডেপুটি গভর্ণর একেএম সাইফুল ইসলাম, এসিস্ট্যান্ট গভর্ণর সাইদুল মিল্লরাত মুক্তা, মোঃ কামাল উদ্দিন ভূঞা, ফজলুল হক বাবলু, রোটারী ক্লাব অব ফেনী সেন্ট্রালের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার চঞ্চল দে সরকার, রোটারী ক্লাব ফেনী সিটি প্রেসিডেন্ট ইলেক্ট মোঃ ইলিয়াস, রোটারী ক্লাব ফেনী অপরূপা প্রেসিডেন্ট ইলেক্ট মোঃ আবুল কাশেম।