করোনা ভাইরাস সৃষ্ট দুর্যোগে সংকটে পড়া ফেনীর ১৫০ পরিবারকে ঈদ উপহার দিয়েছে ফেনী জেলা এসএসসি ২০০০ ব্যাচ ও লিজেন্ড গ্রুপের সদস্যরা।


মঙ্গলবার (১৯ মে) তাদের যৌথ উদ্যোগে উপহার হিসেবে খাদ্যসামগ্রী ছাড়াও মাংস কিনে খেতে প্রতি পরিবারকে নগদ সহায়তা করা হয়েছে।


সূত্র জানায়, এ দুই ব্যাচের সাবেক শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে সহায়তা তহবিল গঠন করা হয়। এতে গ্রুপের সদস্যরা সহায়তার হাত বাড়িয়ে এগিয়ে আসেন। তাদের সম্মিলিত উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়।


বিতরণ কাযক্রমে লিজেন্ড গ্রুপ ফেনী জেলা প্রতিনিধি এবং পূবালী ব্যাংক কর্মচারী সংঘ (বাংলাদেশ) নোয়াখালীর ফেনী আঞ্চলিক কমিটির সভাপতি সাহাব উদ্দিন (সুমন), ফেনী জেলা লিজেন্ড প্রতিনিধি আরিফুরজ্জামান রাজু, নাসিম আনোয়ার। এছাড়া ফেনী জেলা ২০০০ ব্যাচের ইকবাল হোসেন বাবলু, এডভোকেট ওমর ফারুক শিপলু, মোমিনুল হক সোহাগ, আক্তার হোসেন পলাশ, মোঃ সেলিম, রিয়াদ আহসান সুমন, আতিয়ার সজল, মোঃ ঈসমাইল, মোঃ শাওন, মোঃ মাসুম, ফরহাদ রানা, শাহাদাত সায়েম প্রমুখ এতে উপস্তিত ছিলেন।


আগামীতে এ কার্যক্রমের পরিধি আরও বাড়ানো হবে আশাবাদ ব্যক্ত করেন এ কার্যক্রমের উদ্যোক্তারা।