দলীয় নেতাকর্মী, বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষকে ঈদ উপহার দিচ্ছেন ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল।


আজ সোমবার (১৮ মে) দুপুরে ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।


এ প্রসঙ্গে শুসেন চন্দ্র শীল জানান, সদর উপজেলার ১২টি ইউনিয়নে আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগি সংগঠনের নেতাকর্মী, দলের প্রয়াত ও বয়োবৃদ্ধ নেতাকর্মীদের পরিবার, বিভিন্ন অস্বচ্ছল মুক্তিযোদ্ধা পরিবারসহ সাধারণ মানুষসহ প্রায় ১২হাজার মানুষকে ঈদ উপহার প্রদান করা হচ্ছে।

শুসেন বলেন, ফেনী ডায়াবেটিক হাসপাতালে কর্মরত চিকিৎসক স্বাস্থ্যকর্মী, কমিটির লোকজনসহ ৩৩৬জনকে ঈদ উপহার দেয়া হয়েছে। এছাড়া ফেনী জেনারেল হাসাপাতালে ৫০ জন নিম্ন আয়ের কর্মচারীকেও এমপি নিজাম হাজারীর পক্ষে উপহার দেয়া হয়েছে।


তিনি জানান, মঙ্গলবার বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ ও বালিগাঁও ইউনিয়নের ৯ ওয়ার্ডের ৯শ পরিবারসহ ৩ হাজার পরিবারকে ঈদ উপহার প্রদান করা হবে।