ক্রয়মূল্যের চেয়ে ১৪০ টাকা বাড়তি দামে খেজুর বিক্রি করায় এশিয়া বাজারের জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ শনিবার (৯ মে) দুপুরে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের অবস্থিত প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে অধিদপ্তরের ফেনী কার্যালয়ের সহকারি পরিচালক সোহেল চাকমা এ জরিমানা করেন।


তিনি জানান, রমজান উপলক্ষ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বাজার তদারকি করতে এশিয়া বাজারে অভিযান চালানো হয়। এসময় তাদের মরিয়ম খেজুর কেনার রশিদ যাচাই করে দেখা যায়, ক্রয়মূল্যের চেয়ে ১৪০ টাকা বেশি দামে বিক্রি করছে তারা। তাই এশিয়া বাজার সুপার শপকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে সুপার শপের ২য় তলায় অবস্থিত অনুমোদন ছাড়া একটি কাপড় দোকান খোলা রাখায় সেটি বন্ধ করতে বলা হয়।


অভিযানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।