করোনাভাইরাস সৃষ্ট সংকটে অসহায়দের পাশে এসে দাঁড়িয়েছেন ফেনীর এসএসসি ২০০৮ ও এইচএসসি ২০১০ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা। মঙ্গলবার (২১ এপ্রিল) ‘একা হলে হারি, এক হলে পারি’ এ স্লোগানে ৮০জন হতদরিদ্রদের মাঝে আসন্ন রমজানের উপহার সামগ্রী তুলে দিয়েছে তারা।
ব্যাচের সদস্য রায়হান মল্লিক বলেন, একজন দেশের নাগরিক হিসেবে দেশ ও সমাজের প্রতি আমাদের কিছু দায়বদ্ধতা রয়েছে। আর সেই দায়বদ্ধতা ও দায়িত্বের জায়গা থেকে আমাদের এ প্রয়াস।
ব্যাচের আরেক সদস্য নির্ঝর জাহিদ জানান, আমাদের পক্ষ থেকে ৮০টি পরিবারের পাশে দাঁড়িয়েছি এবং ফেনী জেলার প্রত্যেকটি উপজেলায় আমাদের উপহার সামগ্রী পৌঁছে দিয়েছি। তিনি আরও বলেন, আমাদের মত করে ফেনীর অন্যান্য ব্যাচ এগিয়ে এলে অসহায়রা ভরসা পাবে।
উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তৈল, আলু, মুড়ি, পেঁয়াজ, ছোলা, চিড়া, লবণ, এবং চিনি। এ কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে জানায় ব্যাচের সদস্যরা।