নিরাপদ খাদ্য উৎপাদনে দাগনভূঞা উপজেলায় আবাদ হচ্ছে বিষমুক্ত হাইব্রিড জাতের করলা। পরিবেশ বান্ধব জৈব সার, ফেরোমন ফাঁদ, হলুদ আঠালো ও মালচিং পেপার ব্যবহার করে উপজেলায় সবজি চাষ পদ্ধতি জনপ্রিয় হয়ে উঠছে। এ পদ্ধতি ব্যবহার করে উৎপাদিত সবজির চাহিদা বেড়েছে। ফলে দাম ভাল পাওয়ায় কৃষকরা লাভবান হচ্ছেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, রাসায়নিক সার, বালাইনাশক ও আগাছানাশক বাদ দিয়ে সবুজ সার, কম্পোস্ট, জৈবিক বালাই দমন এবং যান্ত্রিক চাষাবাদ ব্যবহার করে শাকসবজি চাষই বিষমুক্ত জৈব সবজি উৎপাদন পদ্ধতি। এ পদ্ধতিতে প্রাকৃতিভাবে ফসল উৎপাদনকে অগ্রাধিকার দেওয়া হয়। কোনো রাসায়নিক দ্রব্য ব্যবহার না হওয়ায় ফসল দূষিত হওয়ার সম্ভাবনা থাকে না। ফলে বিষমুক্ত নিরাপদ শাকসবজি উৎপাদন নিশ্চিত হয়। এ পদ্ধতি ব্যবহার করে উপজেলার জায়লস্কর ইউনিয়নের দক্ষিণ খুশিপুর এলাকার কৃষক মো. ইউনুছ ৮ শতক জমিতে বিষমুক্ত করলার আবাদ করছেন।
সরেজমিনে ওই এলাকায় গিয়ে দেখা গেছে, কৃষক ইউনুস করলা জমিতে পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন, আবার কেউ করলা তুলছেন। বিষমুক্ত সবজি উৎপাদনের লক্ষ্যে হলুদ ফাঁদ ও ফেরোমন ফাঁদসহ অন্যান্য পোকা দমন পদ্ধতিতে জমিতে বিভিন্ন সবজি চাষ করছেন কৃষক ইউনুসসহ এলাকার অন্যান্য কৃষকেরা। কৃষক ইউনুস বলেন, উপজেলা কৃষি বিভাগের পরামর্শে নিরাপদ উপায়ে যেসব ফসল উৎপাদন করি, সেগুলো প্রয়োজনে আলাদা বাজারে বিক্রির ব্যবস্থা করে ন্যায্য মূল্য নিশ্চিত করতে পারলে আমরা কৃষকেরা আরও লাভবান হব। পোকা-মাকড় মারার জন্য ফেরোমন ফাঁদ, হলুদ আঠালো ফাঁদ যে কারণে অনেক টাকা সাশ্রয় হচ্ছে। মাচা পদ্ধতিতে করলা আবাদ করা হয়েছে। ফলন ভালো হয়েছে। নিজেদের চাহিদা মিটিয়ে বিক্রিও করা হচ্ছে। তিনি বলেন, তোলার উপযোগী করলা আরও অনেক করলা আছে।
উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আমীর উদ্দিন বলেন, কৃষকরা কিভাবে নিরাপদ ফসল উৎপাদন করে লাভবান হতে পারবে এ ব্যাপারে প্রযুক্তি দিয়ে কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি।
উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. লুতফুল হায়দার ভূঁইয়া বলেন, সেক্স ফেরমন পদ্ধতি মূলত সবজি জমির মধ্যে একটি প্লাস্টিকের বাক্সে রাখা বিশেষ পদার্থ। যা গন্ধ সৃষ্টি করে এবং স্ত্রী কীট-পতঙ্গকে আকৃষ্ট করে। তারা বাক্সে রাখা সাবান মিশ্রিত পানিতে পড়ে মারা যায়। ব্যবহার বিধি সম্পর্কে তিনি বলেন, জমির ফসল কীট-পতঙ্গ মুক্ত রাখতে একটি ফেরমন ও সাবান পানি মিশ্রিত বাক্সই যথেষ্ট। এভাবে জমি পরিমাপ করে সেক্স ফেরমন বাক্স বসাতে হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. কামরুজ্জামান, জৈবিক উপায়ে নিরাপদ সবজির চাষাবাদের লক্ষ্যে কৃষকদের প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়।