৮ নভেম্বর,২০১৯
।।নিজস্ব প্রতিবেদক।।
ফেনীর সোনাগাজী উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাত থেকে মৎস্য সম্পদ ও ফসল রক্ষা করতে বিভিন্ন সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে জেলা মৎস্য ও কৃষি বিভাগ।
জেলা মৎস্য কর্মকর্তা মো: শরীফ উদ্দিন জানান, সোনাগাজী উপজেলায় মৎস্য কর্মকর্তাকে মাছের খামার রক্ষা করতে বিভিন্ন দিক নির্দেশনা দেয়া হয়েছে। মাছ চাষীদেরকে খামার জাল দিয়ে উঁচু করে ঘিরে রাখার জন্য পরামর্শ দেয়া হয়েছে।
মৎস কর্মকর্তা বলেন, মৎস্যজীবীদের সমুদ্র মাছ ধরা থেকে বিরত থাকতে নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়াও জেলেদের সচেতন হওয়ার জন্য বিভিন্ন স্থানে মাইকিং করা হচ্ছে।
কৃষকদের জন্য ফসলী জমি সম্পর্কে জানাতে উপজেলা পর্যায়ে নিয়ন্ত্রন কক্ষ খোলা হয়েছে বলে জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মো: মোশারফ হোসেন খান। তিনি বলেন, ফেনীতে ক্ষতি হওয়ার মতো পাকা আমন ধান জমিতে নেই।
কৃষি কর্মকর্তা বলেন, কর্তনকৃত, পরিপক্ক সবজি ও ফলগুলো দ্রুত সংগ্রহ করে নিরাপদ স্থানে রাখতে নির্দেশনা দেয়া হয়েছে। ফসলী জমিতে পানি যাতে না জমে থাকে সেজন্য সেচনালা পরিষ্কার কৃষকদের বলা হয়েছে।