ফেনীতে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার পরিবার। ভেসে গেছে মৎস খামার, নষ্ট হয়েছে কৃষি। মানুষের পাশাপাশি প্রাণীদেরও খাদ্য সংকট দেখা দিয়েছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ফেনীতে ত্রান সহায়তায় এগিয়ে এসেছে। মঙ্গলবার জেলার বিভিন্ন স্থানে ২৪০টি পরিবারকে গরুর খাদ্য প্রদান করেছেণ এনজিও সংস্থা আশা। এছাড়াও সংস্থাটির পক্ষ থেকে ৫৬ হাজার পরিবারকে এক হাজার টাকা হারে নগদ টাকা আর্থিক প্রনোদনা কার্যক্রম শুরু করে। ২৪০জন কৃষকের মাঝে বিভিন্ন রকম ধানবীজ প্রদান ও ৫০ জন মৎষচাষীর মধ্যে বিভিন্ন রকম মাছের পোনা সরবরাহ করেন। বন্যার পর থেকে এনজিও সংস্থাটি জেলার বিভিন্ন স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প করে দুই হাজার পাঁচশ রোগীকে চিকিৎসা প্রদান বিনামূল্যে ঔষধ সরবরাহ করেন। বন্যার সময় ১ম দফায় শুকনো খাবার ও ২য় দপায় চাল, ডাল, তেল আলু সহ নিত্য প্রয়োজনীয় প্রায় ৩০ লক্ষ টাকার খাদ্য সমাগ্রী সহায়তা প্রদান করেন এনজিও সংস্থা আশা।

ফেনীতে বন্যায় বিভিন্ন এনজিও সংস্থা ত্রাণ সহায়তায় এগিয়ে এসেছে, তবে এত আশা এনজিও বরাবরের মতোই অনেক বেশী সহায়তা নিয়ে মাঠে রয়েছে বলে মনে করছেন সাধারণ মানুষ। বন্যায় ক্ষয় ক্ষতি কাটিয়ে উঠতে পূনর্বাসন কাজেও আর্থিক সহায়তা প্রদানের প্রকল্প চালু করতে যাচ্ছে সংস্থাটি। সম্পূর্ণ সুদ মুক্তঋন প্রদান, অর্থিক প্রনোদনা, গৃহহীনদের গৃহ নির্মাণ, কৃষকদের পূনর্বাসন কাজেও সব সময় সহায়তা করার আশ্বাস দিয়েছেণ সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক। ফেনীর সদর উপজেলা, ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম, দাগনভুঁঞা, সোনাগাজী সকল উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে সহায়তা অব্যাহত রেখেছেন তারা। ত্রান সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার আশা ব্রাঞ্চের প্রানী সম্পদ বিভাগের সহকারী পরিচালক খোরশেদ আলম, বিশেষ অতিথি ছিলেন সংস্থাটির পাবনার সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ সামছুদ্দিন। ফেনীর ১৪টি ব্রাঞ্চের সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক কাজী আবু আহাম্মদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র ডিস্ট্রিক ম্যানেজার মিজানুর রহমান।