ফেনীতে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) এর উদ্যোগে সোমবার দুপুরে সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও ‘চিকিৎসক সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে প্রায় শতাধিক চিকিৎসকের উপস্থিতিতে অনুষ্ঠানে বিএসএমইউ ডেপুটি রেজিস্ট্রার, নিউরো সার্জন রুহুল কুদ্দুস বিপ্লব ফেনী জেলা এনডিএফ এর ২৬ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন।
কমিটিতে সভাপতি ডাঃ শহীদ উল্ল্যাহ, সহ-সভাপতি ডা: গালিব মুহাম্মদ আছাদুল্লাহ, সেক্রেটারি ডাঃ জামাল উদ্দিন, জয়েন্ট সেক্রেটারি ডা: রফিকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক ডা. আজিজুর রহমান মজুমদার, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ডা. আব্দুল ওয়াদুদ, দপ্তর সম্পাদক ডা. সালেহ উদ্দিন শিবলু, প্রচার সম্পাদক ডা. ইসমাইল হোসেন, অর্থ সম্পাদক ডা. ইমাম হোসেন রুবেল, এইচআরডি সম্পাদক ডা. নজরুল ইসলাম, সাইন্টিফিক সেক্রেটারি ডা. জসিম উদ্দিন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ডা. আরমান বিন আব্দুল্লাহ ও মহিলা বিষয়ক সম্পাদক ডা. সুরাইয়া শেলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যাপক মেডিসিন বিশেষজ্ঞ ডা: এম.এ. হালিম। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ও মাদরাসা শিক্ষক পরিষদের জেলা সভাপতি মুফতি ফারুক আহমদ।
ডা: মোঃ শহীদ উল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সিরাতুন্নবী (সা:) নিয়ে আলোচনা করেন নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (নিউরো মেডিসিন) ডা: মোঃ আলাউদ্দিন, সহকারী অধ্যাপক শিশু বিশেষজ্ঞ ডা: জাহাঙ্গীর আলম ও কিশোর কন্ঠ পাঠক ফোরাম শহর শাখার উপদেষ্টা মো ইলিয়াছ। জেলা ন্যাশনাল ডক্টরস ফোরাম সাংগঠনিক সম্পাদক ডাঃ আজিজুর রহমান মজুমদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অর্থোপেডিক্স সার্জন ডাঃ মোঃ জামাল উদ্দিন।
ফেনীতে বন্যা দুর্গতদের মাঝে এন.ডি.এফ এর ভূমিকা নিয়ে প্রামাণ্যচিত্র উপস্থাপন করেন ডেন্টাল সার্জন ডাঃ মোঃ ইসমাইল হোসেন।
জানা গেছে, সাম্প্রতিক বন্যায় এনডিএফ এর উদ্যোগে ২৫টি মেডিকেল ক্যাম্পে ৪১ জন ডাক্তারের মাধ্যমে সাড়ে ১৩ হাজার রোগীকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও প্রায় ১৬ লক্ষ টাকার ওষুধ বিতরণ করা হয়।