দেশি টেক-জায়ান্ট ওয়ালটনের প্রায় দুই যুগ উপলক্ষ্যে ফেনীতে ওয়ালটন ডে পালন করা হয়েছে। গতকাল শনিবার (২০ মার্চ) সকালে ওয়ালটন প্লাজা শহীদ শহীদুল্লা কায়সার সড়ক, একাডেমি সড়ক এবং মহিপাল শাখার উদ্যোগে কেক কাটা ও র্যালি, চারা বিতরণ, চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর কাউন্সিলর ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার। অতিথি ছিলেন আঠারো নম্বর পৌর ওয়ার্ড কাউন্সিলর সাইফুর রহমান, সাত নম্বর পৌর ওয়ার্ড কাউন্সিলর বাহার মিয়া, শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজ হাজারী, ওয়ালটন প্লাজা বিক্রয় ও উন্নয়ন বিভাগ-২ এর প্রধান আল মাফুজ খান, নোয়াখালীর এরিয়া ম্যানেজার তানজীলুর রহমান, ক্রেডিট মনিটরিং মোঃ তরিকুল ইসলাম, শহর ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মুশফিকুর রহমান পিপুল।
সকাল সাড়ে ১০টার দিকে শহীদ শহীদুল্লা কায়সার সড়কে নাহার টাওয়ারে ওয়ালটন প্লাজায় কেক কেটে অনুষ্ঠান শুরু হয়। এরপর সকাল সাড়ে ১১টায় ফেনী পাইলট হাই স্কুল মাঠ হতে বর্ণাঢ্য র্যালি সড়ক প্রদক্ষিণ করে।
একইদিন ওয়ালটন ডে উপলক্ষ্য অন্যান্য কর্মযজ্ঞের অংশ হিসেবে চারা বিতরণ ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। দুপুরে শিল্পকলা অডিটোরিয়ামে চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজা শহীদ শহীদুল্লা কায়সার সড়ক শাখার ব্যবস্থাপক মোঃ মেহেদী হাসান, একাডেমি সড়ক শাখার ব্যবস্থাপক সাজেদুল ইসলাম, মহিপাল শাখার ব্যবস্থাপক মাহিদুল ইসলাম, দাগনভূঞা শাখার চন্দন কুমার শীল, ছাগলাইয়া শাখার মোঃ মজনু, কোম্পানীগঞ্জ শাখার মোঃ ফারুক হোসাইন প্রমুখ।