কারিগরি শিক্ষার প্রসারে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে জব ফেয়ার (চাকরি মেলা) অনুষ্ঠিত হয়েছে। এসময় শিক্ষক, শিক্ষার্থী, চাকরি প্রার্থী, চাকরিদাতা ও অতিথিদের উপস্থিতিতে সেমিনার অনুষ্ঠিত হয়।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ইনস্টিটিউটের অডিটোরিয়ামে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ মো. রেজাউল করিম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী লেদার প্রোডাক্টস এন্ড ট্রেনিং সেন্টারের স্বত্বাধিকারী কাজী জামাল উদ্দিন।

চাকরি মেলায় স্টার লাইন গ্রুপ, গ্লোবাল কম্পিউটার, প্রিমিটেক গ্রুপ, বিএসআরএম, এসবি আইটি, সিএসএল আইটি, বিডি কলিং, ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড, নজির আহমদ গ্রুপসহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

দিনব্যাপী আয়োজিত এই জব ফেয়ারে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পাসকৃত নতুন ও অভিজ্ঞ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারবৃন্দ তাদের অর্জিত অভিজ্ঞতা নিয়োগকারী কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করেন। এতে প্রতিষ্ঠান একাডেমিশিয়ানবৃন্দ নিয়োগকর্তা ও নিয়োগ প্রত্যাশীদের মধ্যে সেতুবন্ধন তৈরি করেন। চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা শিল্প প্রতিষ্ঠানের বিদ্যমান আধুনিক প্রযুক্তির সাথে পরিচিত হওয়ার সুযোগ লাভ করেন।

চাকরি মেলায় উল্লেখযোগ্য সংখ্যক জীবন বৃত্তান্ত সংগ্রহ, ভাইভা গ্রহণ এবং নিয়োগপত্র প্রদান করা হয়। চাকরি মেলায় অংশগ্রহণকারী স্টলকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।