বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির জরুরি লাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে ফেনী জেলায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সোমবার (২৯ ডিসেম্বর) রাত ১২টার পর থেকে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত ১২টা পর্যন্ত জেলার সব এলাকায় গ্যাস থাকবে না। কাজ শেষ হলে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) ভোর ৬টা থেকে ফেনীতে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছে বাখরাবাদ।

বাখরাবাদ গ্যাসের ফেনী অফিসের ব্যবস্থাপক (প্রকৌশল সেবা) প্রকৌশলী এস.এম জাহিদুল ইসলাম বলেন, জরুরি রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে গ্যাসের প্রধান সংযোগ লাইনে মেরামত কাজ চলছে। নিরাপত্তার জন্য এ সময় জেলাজুড়ে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হচ্ছে। তবে কোন কোন এলাকায় গ্যাস সরবরাহ চালু থাকলেও চাপ কম থাকবে। তবে ছাগলনাইয়ার নিজকুঞ্জরা বিসিক শিল্প নগরীতে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিনি আরও বলেন, কাজের অগ্রগতির ওপর নির্ভর করে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা আরও ছয় ঘণ্টা বাড়তে পারে। তবে কাজ শেষ হলে আগামী ৩১ ডিসেম্বর ভোর ৬টা থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন তিনি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে দাগনভূঞা উপজেলায় রোববার ভোর ৬টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। সেখানে সোমবার সকাল ৬টা থেকে গ্যাস সরবরাহ চালু হওয়ার কথা। এছাড়া ফেনী শহরের সালাহউদ্দিন মোড়, আতিক আলম সড়ক, একাডেমি রোড, বারাহীপুর, উকিলপাড়া ও শাহীন একাডেমি সড়কসহ কয়েকটি এলাকায় গতকাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ ছিল। অন্য এলাকায় সংযোগ চালু থাকলেও গ্যাসের চাপ ছিল কম।

অন্যদিকে ফেনীতে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় হোটেল-রেস্তোরায় বেড়েছে বেচাবিক্রি। এ প্রসঙ্গে ফেনী নবী হোটেল এন্ড রেস্টুরেন্টের পরিচালক মেজবাহ উদ্দিন পাটোয়ারী কামাল জানান, গত দুইদিন ধরে বেচাবিক্রি বেড়েছে। আবাসিক বাসায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায় অনেকে খাবার কিনতে হোটেল রেস্তোরায় ভিড় করছেন। সরবরাহ বন্ধ থাকায় সিলিন্ডার গ্যাস ব্যবহার করে রান্নাবান্না করতে হচ্ছে হোটেল মালিকদের।