নানা আলোচনা জল্পনা কল্পনা শেষে আজ শনিবার (২২ নভেম্বর) রেড ক্রিসেন্ট সোসাইটি ফেনী ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন। ৭টি পদের জন্য নির্বাচনে লড়বেন ৩২ জন প্রার্থী। এরমধ্যে ভাইস চেয়ারম্যান পদে ২ জন, সেক্রেটারি পদে ৪ জন ও সদস্য পদে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট দেবেন ১ হাজার ৬৩৮ জন আজীবন সদস্য।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রত্যেক সদস্যকে ডাকযোগে পাঠানো এজিএম ও আমন্ত্রণ পত্র সাথে আনতে হবে। প্রত্যেক ভোটার একজন ভাইস চেয়ারম্যান, ১ জন সেক্রেটারি ও ৫ জন সদস্যকে ভোট দিবেন। যেসব সদস্য ডাকযোগে পাঠানো আমন্ত্রণপত্র ও ভোটার কার্ড পায়নি এবং ২১ নভেম্বর পর্যন্ত সংগ্রহ করতে পারেনি, তারা ভোটের দিন ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিশেষ বুথ থেকে আবেদনপত্র পূরণ করে জাতীয় পরিচয় পত্র ও পাসপোর্ট সাইজের ছবিসহ প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে সংগ্রহ করতে পারবেন।
এদিকে নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বর্তমান অ্যাডহক কমিটির ভাইস চেয়ারম্যান জিয়াউদ্দিন আহমেদ মিষ্টার ও মুশফিকুর রহমান পিপুল।
সেক্রেটারি পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা হলেন জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ.ন.ম আবদুর রহীম, জেলা ছাত্রদলের সভাপতি সালাহউদ্দিন মামুন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রশিদ আহমেদ মজুমদার ও ডা. মো. সহিদ উল্ল্যাহ।
কার্যনির্বাহী সদস্য পদে ২৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে রয়েছেন ফেনী জেলা যুব রেড ক্রিসেন্টের সিনিয়র স্বেচ্ছাসেবক রবিউল আজিম চৌধুরী রাহাত, অ্যাডভোকেট খোরশেদ আলম মাহাদী, বর্তমান অ্যাডহক কমিটির সদস্য মো. ফজলুল হক, মোতাহের হোসেন তুহিন, একরামুল হক, কামরুল ইসলাম চৌধুরী, কামরুজ্জামান মজুমদার, অ্যাডভোকেট এম. জামাল উদ্দিন, মুহাম্মদ মুসা হাসনাত, সাইদুল মিল্লাত মুক্তা, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রহমত উল্যাহ জিংকু, মেজবাহ উদ্দিন মিয়াজী, স্বেচ্ছাসেবক পরিবারের সংগঠক ওসমান গনি রাসেল, হায়দার আলী, জোবায়ের হোসেন, আরিফ মোহাম্মদ, মো. ওমর ফারুক, মো. সিফাত উদ্দিন, নাজরানা হাফিজ অম্লান, আনোয়ার হোসেন, এম এ ইমরান, গোলাম সরওয়ার সোহাগ, শরিফুল ইসলাম, দেলোয়ার হোসেন, নুর তানজিলা রহমান ও মো. বেলাল হোসেন।
এর আগে নির্বাচনের জন্য মোট ৩৫ জন মনোনয়ন জমা দিয়েছিলেন। এরমধ্যে থেকে ৩ জন প্রার্থীতা প্রত্যাহার করেন। এরমধ্যে ভাইস চেয়ারম্যান পদে মেজবাজ উদ্দিন সাঈদ, সদস্য পদে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন ও আবদুল্লাহ আল জোবায়ের প্রার্থীতা প্রত্যাহার করেন।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও রেড ক্রিসেন্টের ইউনিট লেভেল অফিসার আবদুল মান্নান জানান, ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ১ হাজার ৬৩৮ জন ভোট প্রদান করবেন।
প্রধান নির্বাচন কমিশনার ও জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার অশোক বিক্রম চাকমা ইতোপূর্বে জানান, ভোটকেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশসহ সব ব্যবস্থাই থাকবে। ভোটার কার্ড ছাড়া কাউকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণে আমরা বদ্ধপরিকর।
