ফেনীর নবাগত জেলা প্রশাসক মনিরা হক বলেছেন, ফেনীবাসী যেন সরকারি দপ্তর হতে সহজ ও সাবলীলভাবে সেবা পায়, সেটিই অন্যতম লক্ষ্য থাকবে। দায়িত্ব নিয়ে তিনি জানিয়েছেন, নিষ্ঠার সঙ্গে কাজ করে জেলার উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি সর্বাত্মক চেষ্টা করবেন।
ফেনীর নতুন জেলা প্রশাসক হিসেবে যোগদানের পর দৈনিক ফেনী'কে দেওয়া এক প্রতিক্রিয়ায় মনিরা হক ফেনীতে আসার অনুভূতি, দায়িত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
তিনি বলেন, আমাকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি সেটা নিষ্ঠার সাথে পালনের চেষ্টা করব। ফেনীবাসী যেন সরকারি অফিস থেকে খুব সহজ ও সাবলীলভাবে সেবা পায় সেটিই প্রধান লক্ষ্য থাকবে। ফেনীর মানুষকে সর্বোচ্চ সেবা দেওয়াই আমার উদ্দেশ্য। ফেনীতে আসতে পেরে ভালো লাগছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সচেষ্ট থাকব। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।
রাজনৈতিক সমন্বয় প্রসঙ্গে নবাগত জেলা প্রশাসক বলেন, রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, আমি কেবল দায়িত্ব নিয়েছি। সবার সঙ্গে কথা হবে।
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে মনিরা হক বলেন, সকলেই সুষ্ঠু নির্বাচন চায়। আমাদের উদ্দেশ্য এক। একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। সবার সহযোগিতা পাব বলেই আশা করি। মাঠ পর্যায়ে যেভাবে নির্দেশনা দেওয়া হবে, অবশ্যই তা বাস্তবায়ন করব।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বুধবার (১৫ অক্টোবর) জারি করা প্রজ্ঞাপনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মনিরা হককে ফেনীর জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়।
এর আগে গত ২১ সেপ্টেম্বর তাকে নওগাঁর জেলা প্রশাসক হিসেবে বদলির আদেশ দেওয়া হলেও পরবর্তীতে তা বাতিল করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। মনিরা হক ২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। এর আগে তিনি ফেনীর পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। ফেনীর ২৫তম ও দ্বিতীয় নারী জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। ফেনীতে আসার পর সার্কিট হাউজে তাকে ফুল দিয়ে বরণ করে নেন জেলা প্রশাসনের কর্মকর্তারা।
