ঘুষ, তদবির ও কোনো প্রকার প্রভাব ছাড়াই মাত্র ১২০ টাকার আবেদন ফি দিয়ে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে চাকরি পেয়েছেন ফেনীর ২০ জন তরুণ। গতকাল শনিবার (৪ অক্টোবর) ফেনী জেলা পুলিশ লাইন্সে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরবর্তীতে স্বাস্থ্য পরীক্ষা শেষে তারা রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ গ্রহণের উদ্দেশ্যে রওনা হন।

এর আগে গত ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত চূড়ান্ত পরীক্ষায় এই ২০ জন প্রার্থী নির্বাচিত হন। পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও মেধাভিত্তিক এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে। 

নবনিযুক্ত কনস্টেবলদের উদ্দেশ্যে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, ট্রেনিং সুস্থভাবে সম্পন্ন করার পাশাপাশি কর্মজীবনে সততা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে। তিনি আরও বলেন, জনগণের আস্থা অর্জন করাই তোমাদের সর্বোচ্চ অর্জন হবে।