ফেনীতে চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে শনাক্তের সংখ্যা ২০১ জনে পৌঁছেছে। এর মধ্যে শুধু চলতি সেপ্টেম্বর মাসেই ডেঙ্গু শনাক্ত হয়েছেন ১২১ জন। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এসব তথ্য নিশ্চিত করেছে জেল স্বাস্থ্য বিভাগ। আক্রান্ত নতুন ৬ জনের মধ্যে ফেনী সদর উপজেলার ৪ জন এবং দাগনভূঞা উপজেলার ২ জন রয়েছে। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে বর্তমানে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন ৯ জন রোগী। এরমধ্যে সদর উপজেলার ৮ জন এবং সোনাগাজীর ১ জন। এর আগে সোমবার (২৯ সেপ্টেম্বর) ২৪ ঘণ্টায় রেকর্ড ২৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিলেন। এদের মধ্যে দাগনভূঞায় ১৫ জন এবং ফেনী সদরে ৯ জন ছিলেন। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, তিন মাসেই রোগী বেড়েছে কয়েকগুণ। জুলাই মাসে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ২০ জন এবং আগস্টে ৪৯ জন। তুলনামূলকভাবে সেপ্টেম্বর মাসে আক্রান্তের সংখ্যা কয়েকগুণ বেড়েছে। এ বছর ফেনীর বিভিন্ন উপজেলায় ডেঙ্গু আক্রান্তের মধ্যে ফেনী সদর উপজেলায় ১০১ জন, দাগনভূঞাতে ৬০ জন, সোনাগাজীতে ১২ জন, ছাগলনাইয়ায় ১৮ জন, ফুলগাজীতে একজন এবং পরশুরাম উপজেলায় ৯ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে অধিকাংশই ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন। ফেনীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম বলেন, সেপ্টেম্বর মাসে ডেঙ্গু সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়েছে। জনগণকে সতর্ক থাকতে হবে এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। জেলায় বর্তমানে ডেঙ্গু পরীক্ষার জন্য ৪ হাজার ৬৫টি কিট মজুদ রয়েছে বলে জানান তিনি।
- সর্বশেষ
- ফেনী জেলা
- শিক্ষাঙ্গন
- অন্যান্য
- আইন আদালত
- খেলাধুলা
- শিল্প ও সাহিত্য
- অর্থনীতি
- রাজনীতি
- জাতীয়
- ফেনী জেলা
- রাজনীতি
- ফটো গ্যালারী
- ফেনী জেলা
- চাকরির খবর
- ফটো গ্যালারী
- ধর্ম
- মুক্ত কলাম
- শিল্প ও সাহিত্য
- খেলাধুলা
- শিক্ষাঙ্গন