ফেনী সদর উপজেলার ভালুকিয়া গ্রামের প্রতিবেশী এক ছেলের সঙ্গে দুই বছরের প্রেমের সম্পর্ক ছিল স্কুলপড়ুয়া ১৪ বছরের এক কিশোরীর। গত ৫ এপ্রিল কিশোরী বাসা থেকে ছেলেটির সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করে। পরে তারা ঢাকায় চলে যায়। মেয়ের মা প্রতিবেশী ছেলে ও তার মা-বাবাকে অপহরণ করেছে মর্মে পরদিনই স্থানীয় পুলিশকে অভিযোগ করে। অপহরণের মামলার আসামি হিসেবে ছেলেটিকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে হাজির করা হলে ছেলেটিকে কারাগারে এবং মেয়েটি পরিবারের কাছে যেতে না চাইলে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
এমনই অসম প্রেমে ফেনীতে গত ৩ মাসে শতাধিক কিশোর-কিশোরী ঘর ছেড়ে নিখোঁজ হয়েছেন। তাদের মধ্যে প্রায় ৫০ জনকে দেশের বিভিন্নস্থান থেকে উদ্ধার করেছে পুলিশ। ফেনী আদালত পরিদর্শক মাজহারুল করিম জানান, গত তিন মাসে ফেনীতে ২৭ মামলায় ১৮ জনকে আদালতের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ৪ জনকে চট্রগ্রাম শিশু উন্নয়ন কেন্দ্রে (বালিকা) প্রেরণ করা হয়েছে।
ফেনী পুলিশ সুপার কার্যালয়ের অপরাধ পরিসংখ্যান থেকে জানা গেছে, গত ৩ মাসে ফেনীতে ৩৫টি নারী ও শিশু নির্যাতনের মামলা হয়েছে ও ১০টি ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুজ্জামান জানান, রমজান মাসে (মার্চ) থানায় ২৪ জন কিশোরী ও ৭ জন কিশোরের নিখোঁজ ডায়েরি হয়েছিল। তারমধ্যে ১৭ জন কিশোরী ও ৭ জন কিশোরকে দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার কিশোরীদের মধ্যে বেশিরভাগই নিখোঁজে প্রেমঘটিত কারণ ছিল। এছাড়া বিভিন্ন মাদরাসাপড়ুয়া ৭ জন শিক্ষার্থীর নিখোঁজ ডায়েরি হয়েছিল। তাদেরও পুলিশ উদ্ধার করেছে।
নামে প্রকাশ না করার শর্তে শহরের পাঠানবাড়ি সড়কের এক কিশোরীর অভিভাবক বলেন, আমার মেয়ে শহরের একটি বিদ্যালয়ে দশম শ্রেণিতে অধ্যয়নরত। গত ৩০ মার্চ দুপুরে আমাদের অগোচরে মেয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। পরবর্তীতে থানায় জিডি করলে দুইদিন পর পুলিশ নারায়ণগঞ্জ থেকে মেয়েকে উদ্ধার করেছে। তখন জানতে পেরেছি পাশ্ববর্তী বাসার সমবয়সী এক ছেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল।
উদ্ধার কাজে অংশ নেওয়া ফেনী মডেল থানা পুলিশের উপপরিদর্শক আলমগীর বলেন, সম্প্রতি এমন দুটি উদ্ধার কাজে অংশ নিয়েছিলাম। যেখানে ফেসবুক, টিকটক ও ফ্রি-ফায়ার গেমস খেলতে গিয়ে ছেলে-মেয়ের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে ঘর ছাড়ার পর মেয়ের পরিবার থানায় সাধারণ ডায়েরি করলে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীর বিভিন্ন স্থানে তল্লাশি করে তাদের উদ্ধার করা হয়।
ফেনী মডেল থানার ওসি বলেন, প্রতিদিনই কিশোর-কিশোরীর নিখোঁজে সাধারণ ডায়েরি হচ্ছে। যেখানে বেশিরভাগই প্রেমঘটিত বিষয়। যাদের প্রত্যেকের বয়স ১৪ থেকে ২১ বছরের মধ্যে হযে থাকে। এসব বিষয়ে অভিভাবকদের আরো সচেতন হওয়া প্রয়োজন। মোবাইল, ফেসবুক, টিকটক ব্যবহার থেকে সন্তানদের দূরে রাখতে হবে।
সুজন-সুশাসনের জন্য নাগরিক ফেনী জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, কম বয়সে আবেগের বশে বিয়ের সিদ্ধান্ত নিয়ে অনেক ক্ষেত্রেই মেয়েরা ভুল করে। সেই ভুলের মাশুল দিতে হয় মেয়েদের। অনেক মেয়ের পড়াশোনা আর এগোয় না।
ফেনী সরকারী জিয়া মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ কামরুন নাহার বলেন, মেয়েরা বাল্যবিবাহের কুফল সম্পর্কে জানে না, আইন সম্পর্কে ধারণা নেই, অপরিপক্বতার কারণে ভবিষ্যৎ নিয়ে তাদের কোনো ভাবনা নেই, বাড়ি থেকে পালিয়ে বিয়ে করলে কী কী ধরনের বিপদের মধ্যে পড়তে পারে, সে সম্পর্কেও কোনো ধারণা নেই। শুধু কম বয়সের আবেগ ও সাময়িক উত্তেজনা থেকে তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছে।
মহিলা বিষয়ক অধিদপ্তর-ফেনীর উপপরিচালক নাসরিন আক্তার বলেন, পিতা মাতাদের এ অবস্থায় কৌশলী হতে হবে। ছেলেটি সম্পর্কে নেতিবাচক মন্তব্য না করে মেয়েটিকে পড়াশোনার গুরুত্ব বোঝাতে হবে। মেয়েটিকে বলতে হবে, তোমার সিদ্ধান্তের বিষয়ে আমরা একমত নই। তবে তুমি আগে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াও। এরপর তুমি সিদ্ধান্ত নিয়ো কাকে বিয়ে করবে। মা-বাবাকে সতর্কতার সঙ্গে মেয়ের ওপর নজর রাখতে হবে, কার সঙ্গে মেশে, কোথায় যায় খেয়াল রাখতে হবে। পড়াশোনার অজুহাত দিয়ে মুঠোফোন ব্যবহার সীমিত করতে হবে। বন্ধুত্বপূর্ণ পরিবেশ গড়ে তুলে মেয়ের সঙ্গে সময় কাটাতে হবে।
ফেনী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, সাধারণত অপহরণের মামলা হয় মেয়ের পরিবারের পক্ষ থেকে। আদালত ছেলেকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং মেয়ের কাছে জানতে চান সে কোথায় যেতে চায়। যেহেতু মা-বাবার অমতে বিয়ে, তাই মেয়েরা নিজের পরিবারে ফিরতে অসম্মতি জানায়। আবার অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে নিজের জিম্মাতেও ছেড়ে দিতে পারেন না আদালত। এ অবস্থায় মেয়েকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়।
তিনি আরও বলেন, অভিভাবকের অমতে বিয়ে করা কিশোরীদের ৯৫ শতাংশই ছাত্রী। প্রতিবেশী, খালাতো-মামাতো ভাই, শিক্ষক ইত্যাদি সর্ম্পকের ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্ক থেকে তারা আইনি জটিলতায় পড়ে যায়। শিশু উন্নয়ন কেন্দ্রে এখন এমন ৪০ জন নিবাসী রয়েছে, যারা অভিভাবকের অমতে বিয়ে করেছে। তিনি বলেন, ১৮ বছরের কম বয়সে বিয়ে আইনসিদ্ধ নয়। আবেগপ্রবণ সিদ্ধান্ত না নিয়ে তারা যেন পড়াশোনা অব্যাহত রাখে।