ফেনীর স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের মাঝে ২০ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে ইউনিসেফ-বাংলাদেশের স্টাফ এসোসিয়েশনে কর্মকর্তারা। গতকাল রোববার (৪ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে, জেলা প্রশাসনের আয়োজনে এ আর্থিক অনুদান প্রদান করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, বন্যাপরবর্তী সময়ে বিভিন্ন বেসরকারি এনজিও সংস্থা বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে এসেছেন। এরই ধারাবাহিকতায় ইউনিসেফের কর্মকর্তারা একদিনের বেতন বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রদান করেছেন। এই সহায়তা ক্ষতিগ্রস্ত মানুষের প্রয়োজন মেটাতে সহায়ক হবে এবং ভবিষ্যতে যেকোনো দুর্যোগ মোকাবেলায় কিংবা নিজের জীবনমান উন্নয়নে কাজে লাগবে। তিনি আরও বলেন, ভবিষ্যতে উপকারভোগী নির্বাচন প্রক্রিয়াটি যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং প্রকৃতপক্ষে যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের যেন সহায়তার আওতায় আনা হয় সে বিষয়ে সকলকে সচেষ্ট থাকতে হবে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ফেনী সদর উপজেলার ৪০টি, ছাগলনাইয়া উপজেলার ২৫টি, ফুলগাজী উপজেলার ২০টি এবং পরশুরাম উপজেলার ১৫টি এই চারটি উপজেলার মোট ১০০টি পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে পরিবারপ্রতি ২০ হাজার টাকা করে মোট ২০ লাখ টাকা প্রদান করা হয়েছে।

সূত্র আরও জানায়, উপকারভোগী পরিবার নির্বাচন প্রক্রিয়ায় অগ্রাধিকার দেওয়া হয়েছে তাদের, যেসব পরিবারে সুবর্ণ (গোল্ডেন সিটিজেন) কার্ডধারী প্রতিবন্ধী শিশু রয়েছে, যেসব পরিবারে মারাত্মক অপুষ্টিতে ভোগা শিশু রয়েছে, যারা চরম দারিদ্রসীমার নিচে বসবাস করছে, এবং যাদের বসতবাড়ি বন্যার কারণে গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছেÑবিশেষ করে যেসব ঘর বাঁশের কাঠামো, তারপল কিংবা মাটির তৈরি। এছাড়াও যেসব পরিবারের প্রধান নারী এবং পূর্বে যারা কোনো ধরনের সরকারি বা বেসরকারি সহায়তা পাননি, তাদেরকেও বিশেষ গুরুত্ব দিয়ে এই সহায়তার আওতায় আনা হয়েছে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও ফেনী পৌরসভা প্রশাসক গোলাম মো. বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা নাসরীন কান্তা, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া ভূঁইয়া, ইউনিসেফ চট্টগ্রাম বিভাগীয় রিজিওনাল হেড মাধুরী ব্যানার্জিসহ ইউনিসেফ’র বাংলাদেশের স্টাফ এসোসিয়েশনের কর্মকর্তা-কর্মচারীসহ উপকারভোগীরা।