ফেনী থেকে প্রকাশিত দৈনিক ফেনীর সময় পত্রিকার চীফ রিপোর্টার আরিফ আজমকে হত্যার হুমকিদাতা জেলা ছাত্রদলের সহ-সম্পাদক ও ফেনী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক জিল্লুর রহমানের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে শহরের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে জেলায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি করা হয়। 
 
ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও ডেইলি স্টার প্রতিনিধি আবু তাহেরের সভাপতিত্বে দীপ্ত টিভি প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন ও দৈনিক ফেনীর সময় নির্বাহী সম্পাদক আলী হায়দার মানিকের পরিচালনায় এতে বক্তব্য রাখেন- ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সুজনের জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, সংগ্রাম প্রতিনিধি একেএম আবদুর রহীম, ডিবিসি ও অবজারভার প্রতিনিধি আবু তাহের ভূঁইয়া, মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জসিম মাহমুদ, সিনিয়র সাংবাদিক মামুনুর রশিদ, দৈনিক ফেনী সম্পাদক আরিফুল আমিন রিজভী, ফেনী রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি ও দৈনিক স্টার লাইন নির্বাহী সম্পাদক মাঈন উদ্দিন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও এটিএন নিউজ প্রতিনিধি দিদারুল আলম, সাংবাদিক ইউনিয়ন ফেনীর সাধারণ সম্পাদক কালবেলা প্রতিনিধি মিজানুর রহমান, যমুনা টিভির স্টাফ রিপোর্টার আরিফুর রহমান, সময় টিভির সহযোগী সিনিয়র রিপোর্টার আতিয়ার সজল, দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক ইয়ুথ জার্নালিস্ট ফোরামের সভাপতি শাহজালাল ভূঁইয়া, আমার দেশ প্রতিনিধি এসএম ইউসুফ আলী, বনিক বার্তা প্রতিনিধি নুর উল্যাহ কায়সার, এখন টিভি প্রতিনিধি সোলায়মান হাজারী ডালিম, ফেনী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ডেইলি ইন্ডাস্ট্রি প্রতিনিধি জহিরুল হক মিলন, বাংলাদেশের খবর প্রতিনিধি এম. এমরান পাটোয়ারি, কালেরকন্ঠ প্রতিনিধি কামরুল হাসান লিটন, যুগান্তর প্রতিনিধি নুরুজ্জামান সুমন, ইনডিপেন্ডেন্ট টিভি প্রতিনিধি সমির উদ্দিন ভূঞা, গ্লোবাল টিভি প্রতিনিধি রফিকুল ইসলাম, দেশ টিভি প্রতিনিধি তোফায়েল আহমেদ নিলয়, আমার কাগজ প্রতিনিধি এম. আলাউদ্দিন, সোনাগাজী প্রেসক্লাব সভাপতি মাহমুদুল হাসান, পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এম এ হাসান, দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী ইফতেখারুল আলম, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ইয়াছিন আরাফাত রুবেল, কালেরকন্ঠ সোনাগাজী প্রতিনিধি শেখ আবদুল হান্নান, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি ও দৈনিক ফেনীর নিজস্ব প্রতিবেদক তারেক চৌধুরী, ইত্তেফাক অনলাইন প্রতিনিধি এম এ আকাশ, এনটিভি সোনাগাজী-দাগনভূঞা অনলাইন প্রতিনিধি ওমর ফারুক প্রমুখ।
 
পেশাজীবীদের মধ্যে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ফেনী জজ কোর্টের অতিরিক্ত জিপি মেজবাহ উদ্দিন চৌধুরী মোর্শেদ, জেলা বেসরকারি কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোর্শেদ হোসেন, জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি এম. মামুনুর রশিদ, কবি উত্তম দেবনাথ, সুজনের আঞ্চলিক সমন্বয়ক সৈয়দ নাছির উদ্দিন, স্বেচ্ছাসেবী সংগঠক ওসমান গনি রাসেল।
বক্তারা অবিলম্বে ছাত্রদল নেতা জিল্লুর রহমানসহ সাংবাদিক নিপীড়কদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
 
মানববন্ধনে ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সহ-সভাপতি ইসমাইল হোসেন সিরাজী, স্বদেশপত্র সম্পাদক এনএন জীবন, রোটারিয়ান সাইদুল মিল্লাত মুক্তা, এনটিভি ঢাকা অফিসের স্টাফ রিপোর্টার নুর হোসেন, এবি পার্টির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহআলম বাদল, জেলা সভাপতি আহসান উল্যাহ, খেলাফত মজলিসের যুগ্ম সম্পাদক আজিজ উল্যাহ আহমদি, এনসিপির সংগঠক সুজা উদ্দিন সজীব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আবদুল্লাহ আল জোবায়ের, ফেনী তাযকিরাতুল উম্মাহ মাদরাসার অধ্যক্ষ মাওলানা রশিদ আহমদ শাহীন, ক্রীড়া সংগঠক শরীফুল ইসলাম অপু, রোটারিয়ান ক্লাব অব ফেনী অপূর্ব সেক্রেটারী আরাফাত উল মিল্লাত দিপুল, স্বেচ্ছাসেবী সংগঠক নূর নবী হাসান, নিষাদ আদনান, পরিবেশ ক্লাবের সভাপতি নজরুল বিন মাহমুদুল, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদসহ জেলায় কর্মরত সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
এর আগে সোমবার (২৮ এপ্রিল) দৈনিক ফেনীর সময় পত্রিকায় ‘ফেনী কলেজ গেইটে ফুটপাতে অস্থায়ী দোকান থেকে ছাত্রদল নেতার চাঁদাবাজি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হলে জিল্লু ক্ষুদ্ধ হয়ে আরিফ আজমকে ফোনে হত্যার হুমকি দেয়। এ বিষয়ে আরিফ আজম ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন।
 
 
এর আগে গত ২৩ এপ্রিল মাদক ও চোরাকারবারির বিষয়ে সংবাদ প্রকাশ করায় ফেনী থেকে প্রকাশিত দৈনিক ফেনী সম্পাদক আরিফুল আমিন রিজভী, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি ও দৈনিক ফেনীর নিজস্ব প্রতিবেদক তারেক চৌধুরীর বিরুদ্ধে মামলা করে ফুলগাজীর আমজাদহাট ইউনিয়ন পরিষদ সদস্য রহিম উল্যাহ। গত ২৪ ফেব্রুয়ারি অবৈধ বালু উত্তোলন নিয়ে সংবাদ প্রকাশ করায় দৈনিক ইনকিলাবের ফেনী প্রতিনিধি ওমর ফারুকের ওপর হামলার ঘটনা ঘটে।