ফুলগাজীর দরবারপুরে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটার অভিযোগ উঠেছে। ইউনিয়নের চকবস্তা মাদ্রাসা সংলগ্ন এলাকায় স্থানীয় ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশর, যুবদল কর্মী খোরশেদ আলমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী এ কাজে জড়িত বলে অভিযোগ করছেন স্থানীয়রা।
সরেজমিনে দেখা যায়, চকবস্তা মাদ্রাসা এলাকায় সিএনজি অটোরিকশা চালক রুহুল আমীনের বাড়ির পূর্বপাশে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটা হচ্ছে। এতে বসতবাড়িসহ আশপাশের ফসলি জমির ক্ষতির শঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, একশ্রেণির মাটি খেকো প্রশাসনের সতর্ক বার্তাকে উপেক্ষা করে এমন কাজ করে যাচ্ছে। একটি রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করে বশিকপুরের সফিউল্লাহর ছেলে খোরশেদ আলম, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার, মকবুল আহমদের ছেলে মোহাম্মদ মানিক, নুর আহমদের ছেলে এমদাদ উল্লাহ ও মো. রায়হান মিয়ার ছেলে রাসেল এসব কাজ করছে।
নাম প্রকাশ না করার শর্তে ,স্থানীয় এক বাসিন্দা বলেন, ৫ আগস্টের পরে তারা বিএনপির রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে। মাটিকাটাসহ নানা অপরাধ করলেও তাদের নিয়ে কথা বললে ভয়ভীতি ও হুমকি দেয়। এজন্য ভয়ে কেউ মুখ খুলতে চায় না।
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ভুক্তভোগী বলেন, জমির বিভিন্ন জায়গা থেকে মাটি কাটার ফলে পুকুরের মতো আকার ধারণ করেছে। মাটি নিয়ে যাওয়ার পথে সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবার নির্দিষ্ট জায়গার মাটি কাটলেও পুরো এলাকার মানুষের দুর্ভোগ পোহাতে হয়। ৫ আগস্টের পর থেকে এলাকার মানুষ তাদের কাছে একপ্রকার জিম্মি।
এদিকে এ প্রসঙ্গে জানতে অভিযুক্ত যুবদল কর্মী খোরশেদ আলম দৈনিক ফেনীকে বলেন, মাটি কাটার বিষয়টি সত্য। তবে এটি আমি একা করছি না। ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশর, পিন্টু, রাশেদ, এমদাদ মাহফুজসহ আরও কয়েকজন মিলে আমরা ব্যবসা করছি।তবে ভূমি মালিকের সঙ্গে আপোষের মাধ্যমেই ফসলি জমির মাটি কাটা হয়েছে।
সরকারি বিধি উপেক্ষা করে মাটি কাটার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যেহেতু আমরা আপোষের মাধ্যমে মাটি কাটছি এতে কোন সমস্যা নেই। আপাতত কাজ বন্ধ রেখেছি।
অভিযোগ প্রসঙ্গে জানতে দরবার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশরের সঙ্গে যোগাযোগ করা হলে মাটি কাটার বিষয়টি অস্বীকার করেন। পরবর্তীতে প্রতিবেদককে দেখে নেওয়ার হুমকি দেন। তিনি বলেন, আপনি সাংবাদিক মানুষ সেজন্য গালিগালাজ করতে পারছিনা। যিনি আমাকে নিয়ে এমন অভিযোগ করছে সে আওয়ামী লীগের সময়েও আমাদের হয়রানি করেছে, এখনও হয়রানি করছে। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে তিনি অভিযোগকারীদের হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দেন।
ফুলগাজী উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল আলম স্বপন বলেন, আবুল বশরের মাটি কাটাসহ বেপরোয়া কর্মকাণ্ডের বিষয়গুলো ইতোমধ্যে অবগত হয়েছি। এ বিষয়ে দলের পক্ষ থেকে কঠোর নির্দেশনা রয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া ভূঁইয়া বলেন, মাটিকাটার বিষয়ে বেশ কয়েকটি অভিযোগ পেয়েছি। উপজেলার ২-৩টি স্থানে এমন ঘটনার তথ্য পেয়েছি। তবে এসব ঘটনায় জড়িতরা দিনে মাটি কাটেনা, রাতের আঁধারে কাটে। এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, ভুক্তভোগীরা যদি আইনের আশ্রয় নেন বা থানায় অভিযোগ করেন তাহলে আমাদেরও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহজ হয়। এক্ষেত্রে থানায় কিংবা আমাদের কাছে লিখিত অভিযোগের ব্যাপারে ভুক্তভোগীদের আমরা উৎসাহিত করি।