বিভিন্ন উৎসব কেন্দ্র করে কিশোর-তরুণদের ফিটনেসবিহীন, লাইসেন্সবিহীন এবং হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর প্রবণতা রোধে কঠোর সতর্কতা জারি করেছে ফেনী জেলা প্রশাসন। রোববার (৩০ মার্চ) এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, মোটরসাইকেল ব্যবহার করে বিপজ্জনক প্রতিযোগিতা (রেস) এবং বেপরোয়া গতিতে সড়ক ও মহাসড়কে চলাচলের ফলে বিভিন্ন দুর্ঘটনা ঘটে। এতে উৎসবমুখর পরিবেশ বিষাদে পরিণত হয় এবং অনেক পরিবারকে শোক সইতে হয়।

পরিস্থিতি বিবেচনায় পরিবারের দায়িত্বশীল ব্যক্তিদের তাদের সন্তানদের প্রতি নজরদারি বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। কিশোর-তরুণদের আইন মেনে চলা এবং নিরাপদভাবে মোটরসাইকেল চালানোর বিষয়ে সচেতন করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, যদি কেউ জনশৃঙ্খলা ভঙ্গের মতো কার্যকলাপে জড়িত থাকে, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।