পবিত্র ঈদুল ফিতরে জেলায় ঈদের জামাতের সময়সূচি নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন ফেনী। ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো: সাহাবুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেলার প্রধান ঈদ জামাত মিজান ময়দানে সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে। অন্যান্য জামাতের মধ্যে ফেনী বড় মসজিদে ৭ টা ১৫ মিনিটে, জহিরিয়া মসজিদে ৭ টা ৩০ মিনিটে, পুলিশ লাইন্স মসজিদে ৮ টা ৩০ মিনিটে, সার্কিট হাউজ মসজিদে ৮টায়, জিএ একাডেমি ঈদগাহে ৮ টায়, মহিপাল চৌধুরী বাড়ি জামে মসজিদে ৮ টায়, পুরাতন রেজিস্ট্রি অফিস জামে মসজিদে ৭টা ৪৫ মিনিট, শান্তি কোম্পানি মসজিদে ৮টায়, ফেনী রেল স্টেশন মসজিদে ৮ টা ৪৫ মিনিটে, উপজেলা পরিষদ জামে মসজিদে ৮টা ৩০ মিনিটে ,বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জামে মসজিদে ৭ টা ৪৫ মিনিটে,  উত্তর চাড়িপুর মোক্তারবাড়ি জামে মসজিদে ৮ টা ৩০ মিনিটে, বদরুন্নেছা জামে মসজিদে ৮টায়, সহদেবপুর কেন্দ্রীয় জামে মসজিদে ৮টায়, লমী হাজারী জামে মসজিদে ৮ টায়, হাজারী পাড়া জামে মসজিদে ৮ টা ৩০ মিনিটে, জেলা কারাগারে ৮ টা ৩০ মিনিটে ও জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ৭ টা ৪৫ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।